¡Sorpréndeme!

ফার্মগেটে হঠাৎ হকারদের দৌড়ঝাঁপ | jagonews24.com

2021-06-15 0 Dailymotion

অন্যান্য স্বাভাবিক দিনের মত আজও সকাল সকাল ফার্মগেট থেকে গ্রিণ রোডে ফুটপাত দখল করে দোকান বসিয়েছেন হকাররা। সবই চলছিল ঠিকঠাক। পথচারী-ক্রেতা-হকারদের ভিড়ে জমজমাট ফুটপাত। পুরো ফুটপাত দখল করে চলছে তাদের অস্থায়ী দোকান। এতে রীতিমত বিরক্ত সাধারণ পথচারীরা। ফুটপাত ছেড়ে তাদের হাঁটতে হচ্ছে মূল সড়ক ধরে।

বুধবার (২৬ জুন) ফার্মগেট থেকে গ্রিণ রোডের দুপুরের দৃশ্য এটি। এমন সময় আনন্দ সিনেমা হলের সামনে এসে উপস্থিত হয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) উচ্ছেদ অভিযান পরিচালনা করার বিশেষ গাড়ি, সঙ্গে বর্জ্য অপসারণের গাড়িও। তা দেখেই ফুটপাত দখল করে বসা হকারদের অনেকেই বুঝতে পারেন তাদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। এমন ইঙ্গিত বুঝে অনেকেই দ্রুত তাদের দোকান সরিয়ে নেয়ার চেষ্টা করেন। অনেকে আবার এগুলো আমলে না নিয়ে ব্যবসা পরিচালনা করেই যাচ্ছেন।

বিস্তারিত পড়ুন - https://bit.ly/31UaBBW